• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:১৪ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১১:৫৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

Ad
Ad

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টি (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-১০ আসনে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নু, মাদারীপুর-৩ আসনে শেখ শহিদুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনে গোলাম সারোয়ার মিলন, ফরিদপুর-২ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রতনা, ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু এবং নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা।

অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থী:

প্রার্থী তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮), নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬), ইয়াহইয়া চৌধুরী (সিলেট-২), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (নীলফামারী-৩), পনির উদ্দিন আহম্মেদ (কুড়িগ্রাম-২), নাজমা আক্তার (ফেনী-১), সিরাজুল ইসলাম চৌধরী (চট্টগ্রাম-১২), মো. নজরুল ইসলাম (চট্টগ্রাম-৭), ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ (জামালপুর-৪), তপু রায়হান (ঢাকা-১৭)সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা।

জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যেও রয়েছেন সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার), গোলাম মোর্শেদ রনি (নারায়ণগঞ্জ-৪), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), কে এম জাহাঙ্গীর (ঝিনাইদহ-২), ডাক্তার মুনির হোসেন (চাঁদপুর-৩)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

একাধিক প্রার্থী দেওয়া ১১ আসন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। এসব আসন হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে ভয়াবহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। তিনি সাংবাদিক নির্যাতন, অগ্নিসংযোগ, সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, ‘দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। এমন পরিস্থিতিতে সরকার কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, তা আমাদের কাছে স্পষ্ট নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে : অর্থ উপদেষ্টা
২৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:৪৩

সংবাদ ছবি
বকশীগঞ্জ পৌরসভার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
২৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫২:১৮

সংবাদ ছবি
কুরিয়ারে ইয়াবা পাচার, মাদক কারবারি আটক
২৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২১:১৬









Follow Us