ডেস্ক রিপোর্ট: শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় বিএনপি তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেট সফরে রয়েছেন। সেখান থেকেই দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম ও বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে বিএনপি।

২১ জানুয়ারি বুধবার দিবাগত রাত ১২টার পর বিএনপির পক্ষ থেকে নতুন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের রূপরেখা তুলে ধরা হয়। দলটি জানিয়েছে, আসন্ন নির্বাচনে তাদের ইশতেহারের মূল ভিত্তি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।


রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী থিম সং-এর উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।
থিম সংটিতে ‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’-সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে সংগীতের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে, তেমনি বিএনপি বিশ্বাস করে এক শক্তিশালী রাষ্ট্রীয় দর্শনে—বাংলাদেশি জাতীয়তাবাদে। এই দর্শনের প্রতীক হচ্ছে ধানের শীষ।
তিনি বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গ্রামবাংলার প্রতীকে পরিণত হয়েছে। তবে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়মের কারণে আগের মতো পাড়া-মহল্লায় নির্বাচনী উৎসবের আমেজ অনেকটাই কমে গেছে।
রিজভী আরও বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবার ফিরে আসবে।
ধানের শীষ প্রতীক কখনো মুছে ফেলা যায়নি এবং ভবিষ্যতেও কেউ পারবে না উল্লেখ করে তিনি বলেন, এই প্রতীক মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত হয়ে আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available