• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৬:৪৩ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

নারী ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন কবে কার ম্যাচ

২৬ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৩:১৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা এখনও শেষ হয়নি। এরই মধ্যেই নির্ধারিত হয়েছে সেমিফাইনালের চার দল। অবশ্য বিশ্বকাপের শীর্ষ চার দল আগেই চূড়ান্ত হয়েছিল। অপেক্ষা ছিল পয়েন্ট টেবিলে কে কততম অবস্থানে থাকে, সেই ভিত্তিতে সূচি প্রস্তুতের।

Ad

২৬ অক্টোবর রোববার বিশ্বকাপের লিগপর্বে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে ভারতের বিপক্ষে। এসব ম্যাচে ফলাফল যাই আসুক, প্রথম ও চতুর্থ দলের অবস্থানে কোনো পরিবর্তন হবে না।

Ad
Ad

এবারের আসরে যথারীতি সেমিফাইনালে উঠেছে সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি তিন দল– দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। লিগপর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। এরপর একে একে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

Ad

অবশ্য এবার কেবল মাঠের খেলাই পয়েন্ট টেবিলের অবস্থান নির্ধারণ করেনি। কারণ বৃষ্টির কবলে পরিত্যক্ত হয়েছে পাঁচটি ম্যাচ। পাকিস্তান ও শ্রীলঙ্কার ৩টি করে, নিউজিল্যান্ডের দুটি এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। প্রতিটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার মাটিতে।

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া একমাত্র অপরাজিত দল। ৭ ম্যাচে ৬ জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অজি মেয়েরা। তাদের সমান পয়েন্ট কিংবা টপকানোর সুযোগ নেই কারও সামনে। ৫ জয় ও ২টি হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান প্রোটিয়াদের।

তিন ও চারে থাকা ইংল্যান্ড-ভারতের একটি ম্যাচ বাকি, তাদের হার-জিত হলে অবস্থানে পরিবর্তন হবে। ইংলিশরা ৪ জয় ও একটি করে হার-পরিত্যক্তের পর ৯ পয়েন্ট এবং ভারত ৩টি করে জয় ও হার নিয়ে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ। লিগপর্বের শেষ ম্যাচে জিতলে ইংল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে দুই এবং প্রোটিয়ারা তিনে নেমে যাবে।

আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সেমিফাইনাল ও ফাইনাল—তিন ম্যাচের প্রতিটির জন্যই একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো ম্যাচে ফল না এলে পরদিন পুনরায় খেলা হবে। তবে সেমিফাইনালে ফল না এলে লিগপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল উঠবে ফাইনালে। ফাইনালেও ফল না এলে দুই দলই যৌথভাবে চ্যাম্পিয়ন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যু
২৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:০৪




সংবাদ ছবি
মোল্লাহাটে মাদকসহ যুবক আটক
২৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৪৮




সংবাদ ছবি
চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
২৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০১:৫৯

সংবাদ ছবি
জবির ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
২৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:২৩:২৮


Follow Us