স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্পোরেট জগতের পরিচিত মুখ ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

৩ নভেম্বর সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় থাকতে পারেন তিনি।


এর আগে বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। পতিত আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার কারণে তাকে প্রত্যাহার করে নতুন পরিচালক করা হয়েছে রুবাবা দৌলাকে।
রুবাবা দৌলা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। আগে তিনি দুটি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
খেলাধুলার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন রুবাবা দৌলা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available