• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:২৬:৪৯ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করল টাইগাররা

২৩ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৪০:৫৫

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: মধ্যাহ্নবিরতির পর উইকেটে দারুণভাবে থিতু হয়েছিলেন কুর্টিশ ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ে। নবম উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ৩২.২ ওভারে যোগ করেন ৫৪ রান। ১১৩.২ ওভারের মাথায় দলীয় ২৯১ রানের সময় হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে যান হোয়ে। পরের বলেই নতুন ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিজ বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ২১৭ রানের বড় জয় নিশ্চিত হয়। আর এরই পাশাপাশি আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করল টাইগাররা।

Ad

দলীয় ২৯১ রানের মাথায় নবম উইকেট হারাল আয়ারল্যান্ড। হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হন গ্যাভিন হোয়ে। যাওয়ার আগে ১০৪ বলে ৪টি চারে ৩৭ রানের ইনিংস খেলে যান। আর ক্যাম্ফারের সঙ্গে নবম উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেন মূল্যবান ৫৪ রান।

Ad
Ad

২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন ক্যাম্ফার ও হোয়ে। নবম উইকেট জুটিতে ইতোমধ্যে তারা দলীয় সংগ্রহে ৪৫ রান যোগ করেছেন ২৫.২ ওভারে। তাতে আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ বেড়ে হয়েছে ৮ উইকেটে ২৮২। ক্যাম্ফার ৬৯ ও হোয়ে ৩০ রানে ব্যাট করছেন।

৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। জিততে এখনো তাদের প্রয়োজন ২৪৬ রান। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। ক্যাম্ফার ৬৩ রানে ও হোয়ে ১৮ রানে অপরাজিত আছেন।

২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারাল আইরিশরা। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন জর্ডান নীল। যাওয়ার আগে ৪৬ বলে ৫টি চার ও ১ ছক্কায ৩০ রানের ইনিংস খেলে গেছেন। ক্যাম্ফারের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাভন হোয়ে। ক্যাম্ফার তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ১৫৭ বলে ২টি চার ও ২ ছক্কায়।

১৮৯ রানের মাথায় সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের করা ৬৮তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ৫৩ বল খেলে ৩ চারে ২১ রান করে যান তিনি। ক্যাম্ফারের সঙ্গে নবম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন জর্ডান নীল।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ৫০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে আজ রবিবার পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছে তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান কুর্টিশ ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রান নিয়ে দিন শুরু করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
হাসপাতালে বেগম খালেদা জিয়া
২৩ নভেম্বর ২০২৫ রাত ০৯:০২:৫৪




সংবাদ ছবি
চাঁদের আলো নির্মাতা শেখ নজরুল ইলামের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:২১


সংবাদ ছবি
ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস
২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৪৩

সংবাদ ছবি
শিবচরে কামাল জামান মোল্লার নির্বাচনী শোডাউন
২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:১২




Follow Us