স্পোর্টস ডেস্ক: রিটার্ন টিকিট না কেটেই দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল- গতকাল রোববার বিকেল থেকেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেসব সংবাদকে মিথ্যা দাবি করে বুলবুল জানিয়েছিলেন, তিনি দেশ ছাড়ছেন না। বরং বিসিবিতে এখন অনেক কাজের চাপ।

তবে শুরুতে অস্বীকার করলেও মধ্যরাতে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। গতকাল গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুলবুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় শিগগির দেশে নাও ফেরা হতে পারে তাঁর। দেশীয় সংবাদমাধ্যম ডেইলি সান এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।


বুলবুল দেশ ছাড়লেন এমন এক সময়ে, যখন নানান ইস্যুতে কঠিন সময় পার করছে দেশের ক্রিকেটাঙ্গন। একদিকে বিশ্বকাপ ইস্যুতে অনেকদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে না খেলার অনড় অবস্থানে থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তো টালমাটাল পরিস্থিতি ছিলই, সদ্য সমাপ্ত বিপিএলেও এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এদিকে গত পরশু পদত্যাগ করেছেন আরেক বিসিবি পরিচালক। আরও দুজন শিগগির পদত্যাগপত্র জমা দেবেন বলেও গুঞ্জন আছে। সবকিছু মিলিয়ে দেশের ক্রিকেটাঙ্গনের পরিস্থিতি যখন টালমাটাল, সে সময় বিসিবি সভাপতির দেশ ছাড়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
অথচ গতকাল যখন বেশ কয়েকটি সংবাদমাধ্যম বুলবুলের দেশ ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, তখন জোর গলায় সেসব প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছিলেন বিসিবি সভাপতি। দেশীয় সংবাদমাধ্যম স্টার নিউজের সঙ্গে ফোনালাপে বুলবুল বলেন, ‘আমি সারাদিন আজকে (রোববার) অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও (সোমবার) কাজ করব। এখন অনেক কাজের চাপ। আর পরিবারের কাছে তো এখন যাওয়ার কথা ছিল না কখনই। ওইটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজের ব্যাপারে কী করি না করি… তাই এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না। অফিসে কাজ করছি।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোত্থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ। ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি বা কাজের গতি স্লো করে দেয়। লেটস ট্রাই টু স্পিক ট্রুথ, অ্যান্ড আসল কাজটা করি।’
এমন মন্তব্যের কয়েকঘণ্টা পরই দেশ ছাড়েন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানিয়েছে, বুলবুল অস্ট্রেলিয়া যাচ্ছেন। বিমানবন্দর সূত্র ডেইলি সানকে বলেছেন, ‘হ্যাঁ, তিনি (বুলবুল) আজ (রোববার) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’
ওই সূত্র আরও বলেন ‘তিনি কবে ফিরবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। এবারও তেমনটাই হতে পারে।’
তবে বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে, এমন সূত্রের বরাতে ডেইলি সান প্রতিবেদনের শেষাংশে উল্লেখ করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকায়, শিগগির বুলবুলের দেশে ফেরার সম্ভাবনা খুবই কম!
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available