• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:৪০:২৬ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

চোট পেলো তানজিম সাকিব, একাদশে হাসান মাহমুদ

২৩ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯:৩৬

সংবাদ ছবি

ক্রীড়া প্রতিবেদক: অভিষেক ম্যাচেই নিয়েছেন ২ উইকেট। নিজের আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই। সমীহ জাগানো বলিংয়ে ভরতের পর নিয়জিল্যান্ডের বিপক্ষেও তিনি ছিলেন স্কোয়াডে। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই আসে দুঃসংবাদ। বিসিবির পক্ষ থেকে জানানো হয় চোটে পড়েছেন এ তরুন পেসার। আর তাই সিরিজের মাঝপথে দলে যুক্ত হয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

Ad

এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ২ ম্যাচে দলের ৩ পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়। বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিনজন। তাই বিশ্বকাপের আগে ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাদের বিশ্রাম দেয় হয়।

Ad
Ad


তানজিমের চোট নিয়ে বিসিবি আনুষ্ঠানিক কোনও বিবৃতি না দিলেও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, তানজিম সাকিবের চোট আছে। এটি গ্রোইন (কুঁচকির) চোট। তবে তানজিমের চোট যে খুব গুরুতর তাও নয়।


এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে তানজিমের দলে না থাকা নিয়ে ফেসবুকে  অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। অনেকের মতে, তাকে দল থেকে বিশ্রাম বা বাদ দেয়া হয়েছে। যদিও এ দাবির পক্ষে জোরালো কোন প্রমান দেখাতে পারেনি কেউ। বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনাতেও আছেন তানজিম সাকিব। পেসার এবাদতের ইনজুরির কারনে তিনি বিবেচিত হতে পারেন। বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দিয়েছেন গ্রিন সিগন্যাল। মনে করা হচ্ছে বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি এড়াতেই জুনিয়র সাকিবকে বিশ্রামে রাখা হয়েছে।

উল্লেখ্য, নিজের পারফরম্যান্সের পাশাপাশি নিজের পুরোনো কিছু ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনায় আছেন তানজিম সাকিব। নারীদের ফেসবুকে করা তার পোস্টের জেরে তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু সকিবকে সমর্থনও করছেন অনেকে। প্রথম ওয়ানডেতে মিরপুরে সাকিব যখনই বল করতে এসেছেন গ্যালারিতে দেখা গেছে সাকিব-সাকিব শ্লোগান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৩২


সংবাদ ছবি
বাড্ডায় চলন্ত বাসে আগুন
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৯



সংবাদ ছবি
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৬



সংবাদ ছবি
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৪


Follow Us