বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা সংযুক্ত করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবাগুলো উদ্বোধন করা হয়।
নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো— (১) ভূমি ক্রয় দলিল, (২) ইজারা দলিল, (৩) চুক্তিনামা নিবন্ধন দলিল, (৪) বায়না দলিল এবং (৫) আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা দাঁড়ালো ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়ালো ১৪২টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা), বিডা। বিশেষ অতিথি ছিলেন এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এবং মো. লিয়াকত আলী মোল্লা, সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।” তিনি আরও জানান, বিডা-বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।”
আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা হয়রানির শিকার না হন কিংবা কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।”
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জনাব শাহ মোহাম্মদ মাহবুব, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), বিডা। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনাব কাজী আবদুল হান্নান, মহাপরিদর্শক, নিবন্ধন অধিদপ্তর এবং জনাব জীবনকৃষ্ণ সাহা রায়, মহাপরিচালক, বিডা। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব আবু মুহাম্মদ নূরুল হায়াত টুটুল, উপপরিচালক, বিডা।
অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্যবৃন্দ, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available