নিজস্ব প্রতিবেদক : টিকটক প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং এই কনটেন্টগুলো নিয়ন্ত্রণ করতে টিকটক অ্যাপে এসেছে কিছু নতুন আপডেট। এর মাধ্যমে ইউজাররা এআই দিয়ে তৈরি কনটেন্ট আরও ভালোভাবে শনাক্ত এবং নিয়ন্ত্রণ করতে পারবে। দায়িত্ব ও স্বচ্ছতার সাথে এআই ব্যবহার করতে সহায়ক এই ফিচারগুলো।

এআই দিয়ে তৈরি কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য টিকটকের “ম্যানেজ টপিকস” ফিচারে নতুন একটি সেটিং পরীক্ষামূলকভাবে চালু হবে। এই সেটিং ব্যবহার করে ইউজাররা নিজেদের ‘ফর ইউ’ ফিডে এআই কনটেন্ট কতটা দেখতে চান তা ঠিক করতে পারবেন। এই টুলটি কনটেন্ট পার্সোনালাই্জড করতেও সাহায্য করবে।


এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হয় টিকটকে। এবার অ্যাপটি “ইনভিজিবল ওয়াটার মার্কিং” নামের একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে। এই ইনভিজিবল বা অদৃশ্য ওয়াটারমার্কিং একটি বাড়তি সুরক্ষার ধাপ যুক্ত করবে। এই ওয়াটারিমার্কটি শুধু টিকটক শনাক্ত করতে পারে। এমনকি ভিডিও এডিট বা রি-পোস্ট করলেও এটি মুছে ফেলা কঠিন হবে। ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হয়।
এআই এডিটর প্রো এর মতো টিকটকের টুলগুলো দিয়ে তৈরি এআই ভিডিও এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস সহ আপলোড করা কনটেন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।
এআই সম্পর্কে শেখাতে টিকটক ২০ লাখ ডলারের একটি “এআই লিটারেসি ফান্ড” তৈরি করেছে। এই তহবিলের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করবেন। এই কনটেন্টগুলোর মাধ্যমে এআই কীভাবে কাজ করে, এবং এআই দিয়ে বানানো কনটেন্ট কীভাবে চিনতে হয় তা শেখানো হবে। মিডিয়া লিটারেসি, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং টিকটকের ফিচার সম্পর্কে সচেতনতা বাড়াতে ১২টিরও বেশি দেশের সহযোগীরা বিভিন্ন টুল তৈরি করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available