• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৫:৩১ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালক আটক, সীসা ও বিপুল পরিমাণ ঔষধ জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে পণ্য খালাস শেষে ভারতে ফেরত যাওয়ার সময় একটি ভারতীয় ট্রাক থেকে ২৭২ কেজি সীসা এবং বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ভারতীয় ট্রাকচালক সমির পালকে আটক করা হয়েছে।৬ নভেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চেকপোস্টে ট্রাকটি তল্লাশি করলে এসব পণ্য উদ্ধার করা হয়। আটক সমির পাল ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে এসব সীসা ও ঔষধ চোরাচালানের উদ্দেশে ট্রাকে লুকিয়ে আনা হয়।বুড়িমারী স্থলবন্দর সহকারী পরিচালক (প্রশাসন) রতন সরকার জানান, ট্রাকটি পণ্য নামানোর পর সরাসরি ভারতে ফেরত যাচ্ছিল। তল্লাশির সময় সীসা ও ঔষধ পাওয়া যায়।বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৭২ কেজি সীসা, ওসিকিন (৮০ এমজি) ১,৫০০ পিস ট্যাবলেট এবং ওসিমার্ট (৮০ এমজি) ১,৫০০ পিস ঔষধ জব্দ করা হয়েছে।’জব্দ করা সীসা ও ঔষধ বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।