শৈলকুপায় কীটনাশক ছিটিয়ে দেড় বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাতের আঁধারে কীটনাশক স্প্রে করে দুই কৃষকের প্রায় দেড় বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।৫ নভেম্বর বুধবার উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দুই কৃষক হলেন আনন্দনগর গ্রামের আব্দুল আল জাবের ও লিটন হোসেন।ভুক্তভোগী কৃষক আব্দুল আল জাবের বলেন, ‘কে বা কারা রাতের আঁধারে আমার প্রায় ৫০ শতাংশ পেঁয়াজের বীজতলা জমিতে ঘাস মারা কীটনাশক প্রয়োগ করেছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।’স্থানীয় কৃষকদের ধারণা, নষ্ট হওয়া চারাগুলোর আর পুনরুদ্ধার সম্ভব নয়। ফলে তাদের প্রায় ৪ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ধরনের ঘটনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থেকে যায়, তাহলে ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।কৃষক সোহেল রানা বলেন, এ ঘটনা শোনার পর থেকে আমরা আতঙ্কে আছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘এই বিষয়ে আমরা অবগত আছি। ঘটনা শোনার পর আমাদের ত্রিবেণী ইউনিয়ন কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’