জনকল্যাণ ফাউন্ডেশনের আঠারো বছর পূর্তি উদযাপন
অনলাইন ডেস্ক: জনকল্যাণ ফাউন্ডেশনের আঠারো বছর পূর্তি উদযাপন উপলক্ষে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭ ডিসেম্বর শনিবার শ্রীপুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন কাজী মোকসেদুর রহমান প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন জনকল্যাণ ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন নুরুর রহমান জাহাঙ্গীর উপদেষ্টা জনকল্যাণ ফাউন্ডেশন, প্রকৌশলী সগির আহমেদ প্রধান উপদেষ্টা শ্রীপুর কল্যাণ ট্রাস্ট, আরিফ মাহফুজ প্রতিষ্ঠাতা মহাসচিব জনকল্যাণ ফাউন্ডেশন, কাজী নাসির উদ্দিন নসু মহাসচিব জনকল্যাণ ফাউন্ডেশন ও মাসুদুর রহমান জেমস।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইফুল ইসলাম জাবের সাধারণ সম্পাদক শ্রীপুর কল্যাণ ট্রাস্ট।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত এই সংগঠনটি সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। অরাজনৈতিক অলাভজনক এই সংগঠনের প্রধান লক্ষ্যই সমাজের সেবা করা। বিগত ১৮ বছর এই সংগঠনটি বিভিন্ন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান, এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন, ভালো ফলাফলের জন্য সংবর্ধনা, ঈদ সামগ্রী বিতরণ, দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম করে থাকে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে