• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০২:১৫:১৪ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

সাভারে জামালপুর সমিতির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৩৬:৫২

সাভারে জামালপুর সমিতির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারস্থ জামালপুর সমিতির জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Ad

২৩ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী সাভারস্থ জামালপুর সমিতির আয়োজনে আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্কে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা-২০ আসনের এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বেনজীর আহমদ। এরপর চলে ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরে মধ্যাহ্নভোজের পর চলে আলোচনা সভা।

Ad
Ad

এ সময় সাভারস্থ জামালপুর সমিতির সভাপতি ও আমিন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সর্দারের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. কামরুল হাসান এনডিসি, সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, মির্জা আনোয়ার, মো. মাহবুবর রহমান রিপন, বিপিএম (বার), পিপিএম অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ।

এরপর সন্ধা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ক্লোজআপ তারকা নোলক বাবু, চ্যানেল আইয়ের কন্ঠ শিল্পী অপূর্বা বাসনা, এটিএন বাংলার শিল্পী গামছা শুভসহ নিজস্ব শিল্পীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সাভারস্থ জামালপুর সমিতির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর সার্বিক সহযোগিতায় সিনিয়র সহ-সভাপতি শেখ মো. মহসিনের শুভেচ্ছান্তে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম শেখ, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল তরফদারসহ কার্যনির্বাহী অন্যান্য নেতৃবৃন্দসহ প্রায় ১৬শ সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে বসবাসরত জামালপুরবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us