সিরিজে সমতায় ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে ব্যর্থতা দিয়ে। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে হেরে এখন সিরিজে পিছিয়ে টাইগাররা। তাই চট্টগ্রামে আজ দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। সিরিচে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে।২৯ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি, অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে।প্রথম ম্যাচে চট্টগ্রামের উইকেট রান করার মতো হলেও ব্যাটিং ব্যর্থতায় ১৬৬ রানের লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় তারা। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কে পৌঁছেছিলেন কেবল তানজিদ হাসান তামিম (১৫) ও তাওহিদ হৃদয় (২৮)।ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস জানান, বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতাই হারের মূল কারণ। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন তিনি। লিটনের ভাষায়, ‘শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা ভালো বোলিং করেছি। ভুলগুলো ঠিক করে পরের ম্যাচে জয়ের লক্ষ্যেই নামব।’চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে রান করতে হলে এবার ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ওপেনারদের ভালো শুরু এনে দিতে হবে দলকে। বিশ্বকাপের আগে বাকি কয়েকটি ম্যাচই বাংলাদেশকে দেবে শেষ প্রস্তুতির সুযোগ, তাই এই ম্যাচে জয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে।দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যানে এখন পর্যন্ত মুখোমুখি ২০ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে; দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।একাদশে কিছু পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। বিশ্রাম পেতে পারেন শামীম পাটোয়ারী, সুযোগ মিলতে পারে অন্য কোনো মিডলঅর্ডার ব্যাটারের। অপরদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখবে ওয়েস্ট ইন্ডিজ।বাংলাদেশ দললিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।