• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৩৯ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

১ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১০:০৫

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে চার বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ পেলো বাংলাদেশ। এর আগে সবশেষ ২০২১ সালে পাকিস্তানের কাছে নিজেদের মাঠে এই লজ্জা পায় বাংলাদেশ।

Ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ খোয়ার পর শুক্রবার চট্টগ্রামের সাগরিকায় মান বাঁচানোর লড়াইয়ে ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই নূন্যতম লড়াইটুকু করতে পারেনি টাইগাররা।

Ad
Ad

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে করেন ১১২ রান। এর মধ্যে তামিমই খেলেছেন ৮৯ রানের ইনিংস। ২৩ রান করেন সাইফ। বাংলাদেশের আর কোনও ব্যাটার এই ম্যাচে দশকের ঘরে পা রাখতে পারেননি।

উইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড নেন ৩ উইকেট। খ্যারি পিয়েরে ও হোল্ডার নেন ২টি করে উইকেট। এছাড়া, আকিল হোসেন ও রোস্টন চেজ নেন ১টি করে উইকেট।

জবাবে ১৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও শুরুটা তাদের ভালো হয়নি। ৭.৩ ওভারে স্কোরবোর্ডে ৫২ রান যোগ করতেই হারায় ৩ উইকেট।

তবে চতুর্থ উইকেট জুটিতে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উইন্ডিজ। এই জুটিতে ৪৬ বলে ৯১ রান যোগ করেন রোস্টন চেজ ও আকিম অগাস্তে।

জয় থেকে যখন মাত্র ৯ রান দূরে, তখন সাজঘরে ফেরেন রোস্টন চেজ। ২৯ বলে ৫০ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তার এক বল পরই অগাস্তেকে মেহেদী হাসানের ক্যাচ বানান রিশাদ। ফেরার আগে ২৫ বলে ৫০ রান করেন এই ব্যাটার।

এরপর আর কোনও বিপদ ঘটতে দেননি রোভম্যান পাওয়েল ও মোতি। ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ৩ উইকেট। মেহেদী হাসান ও নাসুম আহমেদ নেন ১টি করে উইকেট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২

সংবাদ ছবি
কেরানীগঞ্জে আড়তে জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:১১

সংবাদ ছবি
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:৪০



সংবাদ ছবি
ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩৪

সংবাদ ছবি
ডেভিল হান্ট অভিযানে আ’লীগের ৬জনসহ ১৭ আটক
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:৩১




Follow Us