• ঢাকা
  • |
  • বুধবার ২১শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৫০:১৮ (05-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, আশরাফুল হক, লাইজু বেগমসহ আরও অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম উদ্বোধন শেষে কৃষকদের উদ্দেশে বলেন, ‘সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে। এসব প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে।’