• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৩:০৬ (22-Jan-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে নিরাপত্তাহীনতার শঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

শ্রীপুরে নিরাপত্তাহীনতার শঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো শ্রীপুরবাসী। জীবনের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুল রহমান মিলন।২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় প্রচারণার সময় তাকে এই বিশেষ নিরাপত্তা পোশাকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। অধ্যক্ষ ইজাদুল রহমান মিলন এই আসনে 'ঘোড়া' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।​প্রচারণার প্রথম দিন থেকেই তিনি মাঠ পর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে প্রচারণার সময় সাধারণ পাঞ্জাবির ওপর একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তাকে দেখা যায়। বিষয়টি নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে তিনি তার জীবনের ঝুঁকির কথা জানান।​গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইজাদুল রহমান মিলন দাবি করেন, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি-ধমকির শিকার হচ্ছেন। তিনি বলেন "আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মুঠোফোনের মাধ্যমে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যেহেতু মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না, তাই বাধ্য হয়েই নিজের সুরক্ষায় এই জ্যাকেট পরে প্রচারণায় নেমেছি।"​শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবনরক্ষাকারী পোশাক পরে প্রচারণায় নামা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, এটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর একটি নেতিবাচক বার্তা দিচ্ছে।এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থীর এমন অভিযোগ নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।