• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:২৭ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

শুরু হলো ভোটের প্রচার, কোন দল কোথায় করবে

২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪২:৪২

শুরু হলো ভোটের প্রচার, কোন দল কোথায় করবে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। আজ ২২ জানুয়ারি শুরু হলো নির্বাচনি প্রচার। এরমধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে সংসদ নির্বাচন।

Ad

নির্বাচনি আইন অনুযায়ী, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।

Ad
Ad

রাজনৈতিক দলগুলো ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে যাচ্ছে। 

আজ সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। এই সমাবেশসহ প্রথম দিন সাতটি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।

অন্যদিকে আজ দুপুর দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনি জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করবে সিপিবি।

সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনি প্রচার শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মোট ১৯৬৭ জন প্রার্থী। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us