• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ রাত ০৯:৩১:৩০ (27-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন মৎস্যখাতে উন্নয়নে স্বাস্থ্য পরিবেশ ঠিক রাখতে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখা হচ্ছে।২৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরির্দশন শেষে এ কথা বলেন।তিনি বলেন, মাছে অপদ্রব্য পুশ রোধে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের চাহিদা পুরনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি বাড়াতে হবে।এসময় মৎস্য আড়ত মালিক ও মৎস্য চাষীরা বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা জানান। যে সব সমস্যা রয়েছে তা অতি দ্রæত সমাধানের আশ্বাস দেন তিনি।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা. গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন. সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য আড়ত মালিকগন ও মৎস্যচাষী।