• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৫৫:৩৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মোতালেব (৩ বছর ৭ মাস) নামের এক শিশু কলা খেতে গিয়ে গলায় আটকে মারা গেছে।২১ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে দুই ভাইবোন মরিয়ম (৭) ও মোতালেব খেলতে খেলতে কলা খাচ্ছিল। হঠাৎ মোতালেবের গলায় কলা আটকে বমি শুরু হয় এবং সে অচেতন হয়ে পড়ে।শিশুটির মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পর মোতালেবই ছিল একমাত্র ছেলে। সেদিন ছোট দুই ভাইবোনকে কলা খেতে দিয়েছিলাম। এরপর সবকিছু মুহূর্তে শেষ হয়ে যায়।চাচা সাদ্দাম হোসেন জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়লে মোটরসাইকেলে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।বাউফল থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, এ বিষয়ে হাসপাতাল থেকে এখনও লিখিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে খোঁজ নেওয়া হচ্ছে।