রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে মো. রিয়াজ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে দাঁতভাঙ্গা–রৌমারীগামী ডিসি রোডের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. রিয়াজ রৌমারী উপজেলার বাতার গ্রামের বাসিন্দা মো. আল আমিনের ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। সন্তানের এমন করুণ মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রা শিশুটির মৃত্যুকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সূত্র জানা যায়, নিহত শিশু মো. রিয়াজ তার বাবা মো. আল আমিনের সঙ্গে রাস্তার পাশে কাজ করছিল। এ সময় হঠাৎ করে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে তার বাবা ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ভাষ্যমতে, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত ব্যাটারিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে চালকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
রৌমারী থানার পুলিশ জানায়, ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হচ্ছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিস্থিতি শান্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় ভাবে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available