• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০১:৪৯:০৪ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

১১ অক্টোবর ২০২৩ সকাল ০৮:১৯:১৩

মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

১০ অক্টোবর মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানার বেউথা এলাকার দায়াল ভরসা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের কাছ থেকে রাত পৌনে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার মো. জুয়েল (৩৫) বেউথা এলাকার মৃত আ. হালিমের ছেলে, মো. সাগর (২৩) বড় সৌরন্ডীর মো. ইজ্জত আলীর ছেলে এবং মো. হৃদয় (২৪) একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তারা সকলে মানিকগঞ্জ সদর থানার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে এসআই রিপন নাগের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের হেরোইনসহ গ্রেফতার করে।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েলের কাছ থেকে ৮০ গ্রাম, মো. সাগরের কাছ থেকে ৫০ গ্রাম ও মো. হৃদয় কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us