• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০২:১১:৪৪ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন রামপালের আকতারুল

২৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:০১:২৪

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে পঞ্চম বারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি।

Ad

আলোচিত আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

Ad
Ad

জানা গেছে,  ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল।  

আকতারুল ও ওমেনুর বেগম দম্পতির ঘরে আখি মনি(১১) এক কন্যা এবং আরিফুল ঢালী (৬) নামের এক পুত্র সন্তান রয়েছে।

বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। নানা বিষয়ে তিক্ততার কারণে ওমেনুর বেগম অনেকবার সংসার করবেন না বলে চলে গেছেন। এমনকি এর আগে ডিভোর্স লেটারও পাঠিয়েছেন চারবার।

সর্বশেষ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার তার স্ত্রী ওমেনুর বেগমের পঞ্চমবারের মতো পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল।

এ বিষয়ে আকতারুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কষ্টের সাথেও আনন্দিত। ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সাথে সংসারে নানান ঝামেলায় জর্জরিত। সে আমার সংসারে থেকেও পর পুরুষের সাথে বহুবার পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায়।

সে আমাকে এর আগেও চারবার ডিভোর্সের কাগজ আমার কাছে পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনদিন সেই কাগজে স্বাক্ষর করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে।

তিনি আরও বলেন, আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চমবারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।

আকতারুল বলেন, আমি চাই, আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি, সকলের কাছে সে দোয়া চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us