ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়িতে শয়নকক্ষ থেকে মা ও দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার পৌর সদরের বিবিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছনে কামাল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬), স্বামী এনজিও কর্মী আনোয়ার হোসেন বিবলো। নিহত শিশুটির নাম আতকিয়া আয়েশা।


পুলিশ জানায়, সকালে আফরোজা তার মেয়েকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available