• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০১:৩০:১৯ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

জনমনে স্বস্তি

নবীনগরে গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৫

১৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৬:৫২

সংবাদ ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।

Ad

গ্রেফতাররা হলেন- জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।

Ad
Ad

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ আলম এ তথ্য জানান।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।

এতে রাব্বি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সালিশের সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারেও পুলিশ কাজ করছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, দুই মাস আগে নবীনগর সদরে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় বাড়ির সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন। এর রেশ কাটতে না কাটতেই আবারো গুলির ঘটনা ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদি ইন্তেকাল করেছেন
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১২:২৭:১১



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


Follow Us