গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তায় শৃঙ্খলা ফেরাতে ও যানজটমুক্ত করতে কঠোর অবস্থানে নেমেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

২৯ ডিসেম্বর সোমবার বিকেলে হাইওয়ে থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানের নেতৃত্বে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার ফুটপাত এবং মূল সড়কের একাংশ দখল করে রেখেছিল অবৈধ ভাসমান দোকানপাট। এতে করে সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
আজকের অভিযানে মহাসড়কের সার্ভিস লেন ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


নতুন ওসির এই দ্রুত ও সাহসী পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে স্থানীয়দের দাবি, এই অভিযান যেন কেবল একদিনের সীমাবদ্ধ না থাকে। নিয়মিত তদারকি ও মনিটরিংয়ের মাধ্যমে মাওনা চৌরাস্তাকে স্থায়ীভাবে যানজটমুক্ত রাখার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, "মাওনা চৌরাস্তা এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোনো স্থানেই আর অবৈধ দখলদারিত্ব চলতে দেওয়া হবে না। মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available