নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

২৯ ডিসেম্বর সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে হাসনাত আবদুল্লাহ তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।
এর আগে, ২৮ ডিসেম্বর রোববার রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহর তুমুল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available