• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪১:১৫ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভির অনলাইনে সংবাদ প্রকাশের পর পোরশার ইটভাটায় অভিযান

১৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৯:০২

এশিয়ান টিভির অনলাইনে সংবাদ প্রকাশের পর পোরশার ইটভাটায় অভিযান

নওগাঁ প্রতিনিধি: এশিয়ান টিভির অনলাইনে সংবাদ প্রকাশের পর নওগাঁর পোরশা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি ইটভাটার মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার নওগাঁ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাসের নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Ad
Ad

এদিন রাতে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের ফেসবুক পেজের মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ‘নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে জমি’ এমন শিরোনামে এশিয়ান টিভির অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ৮ জানুয়ারি সংবাদ প্রকাশের পরই শুরু হয় মোবাইল কোর্টের এই অভিযান।

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লাখ এবং মেসার্স কেইবিসি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পরিচালিত এই ৭টি ইটভাটার বিরুদ্ধে ৭টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  

মোবাইল কোর্টের এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা ও পোরশা থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২৪:৫৭




‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪





Follow Us