• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪১:১৬ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

সখিপুরে ছাত্রলীগ সভাপতির ধাক্কায় ওসি আহত

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৭:৫১

সখিপুরে ছাত্রলীগ সভাপতির ধাক্কায় ওসি আহত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে ধাক্কায় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। ১৭ জানুয়ারি শনিবার বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

Ad

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে পুলিশ সখিপুর বাজারে অভিযান চালায়। এ সময় তাকে আটক করতে গেলে সোমেল ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়।

Ad
Ad

আহত ওসিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখে আঘাত লেগেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনায় ওসি নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন থাকায় সখিপুর বাজারে খোলা তেল বিক্রি বন্ধে সতর্ক করতে গেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সভাপতি সোমেল বাজারে অবস্থান করছেন। তাকে আটক করতে গেলে তিনি পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিয়ে দৌঁড়ে পালিয়ে যান। এতে আমি পড়ে গিয়ে আহত হই।

এ বিষয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি আমরা জেনেছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২৪:৫৭




‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪





Follow Us