ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গত এক বছরে ব্যাপক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জন আসামি আটক এবং ৬ কোটি ৬ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এসব অভিযানে ৩৬ জন আসামিকে আটক করা হয় এবং জব্দ করা হয় ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য।


আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে— ৩,৮১২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাঁজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশি মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার দেশীয় মদ, ৬৮৬ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৪০,৪১৬ পিস দেশীয় মদ তৈরির ট্যাবলেট।
এছাড়াও অভিযানে ৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন খাদ্যসামগ্রী, ২,১৪৪ পিস প্রসাধনী সামগ্রী, ৫টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন এবং ৩টি বাইসাইকেল আটক করা হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available