গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে শ্বশুরবাড়িতে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করছে মাদকাসক্ত স্বামী।

গুরুতর আহত নারীকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে নারীর অবস্থা আশংকাজনক। মেয়েকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে বৃদ্ধ মা।


১৭ জানুয়ারি শনিবার সকালে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানিয়া আক্তার (৩৮) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। অভিযুক্ত তালাকপ্রাপ্ত স্বামী মো. ফারুক হোসেন (৪০) একই গ্রামের নূরু শেখের ছেলে।
ভুক্তভোগী নারীর কন্যা ফারজানা আক্তার বলেন, জন্মের পর বড় হয়ে দেখছি মা’কে সবসময় মারধর করতো। আমার বাবা মাদক সেবন করতো। এনিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। আমাদের তিন ভাইবোনের সুখের কথা চিন্তা করে মা প্রবাসে পাড়ি জমায়। তবুও মায়ের সুখ হয়নি। বাধ্য হয়ে মা গত বছরের ২৫ মে বাবাকে তালাক দেয়। এরপর থেকে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে বাবা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মা ঘরে কাজ করছিল। হঠাৎ করে চাপাতি নিয়ে এসে হুড়মুড় করে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপানো শুরু করে। মায়ের প্রতিটা অঙ্গে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
চাচাতো বোন বিলকিস আক্তার বলেন, রোববার আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্ত স্বামী ফারুক হোসেন ফোন করে। সে ফোনে জানায় স্ত্রীকে কুপিয়ে তার শখ মেটেনি। কোন হাসপাতালে ভর্তি হয়েছে ঠিকানা দেন আবার কোপানো হবে। তাকে কুপিয়ে আমার ইচ্ছে পূরণ হয়নি। ঠিকানা দেন তাকে একেবারে শেষ করবো। মোবাইল ফোনে অভিযুক্ত স্বামী আরও জানতে চান এখনও মরেনি।
ভুক্তভোগী নারীর বাবা মোহাম্মদ আলী বলেন, বিয়ের পর থেকে মেয়ে সবসময় মারধর করতো। মেয়ের জামাই মাদকাসক্ত হওয়ার কারণে সব টাকাপয়সা নষ্ট করতো। আমার বাড়িতে এসে চাপাতি হাতে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপানো শুরু করে। আমি রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলি। বর্তমানে মেয়ের অবস্থা খুবই খারাপ। বাঁচা মরা আল্লাহ হাতে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি গতকাল শনিবার সকালে সংগঠিত হলেও আজ রোববার বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available