রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এরই মধ্যে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের নেতৃত্বে পরীক্ষা নেয়া হচ্ছে।

৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এরই মধ্যে ৩০ নং রাজাপুর সরকারি মডেল প্রথিমিক বিদ্যালয় পরীক্ষা গ্রহণ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা।


এসময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। তিনি শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা আয়োজনের ব্যাখ্যায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন জানান, আন্দোলন চললেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রথম বিবেচ্য। পরীক্ষা পেছালে তারাই ক্ষতিগ্রস্থ হতো। ন্যূনতম শিক্ষকশক্তি ও প্রশাসনের সহায়তায় আমরা পরীক্ষা পরিচালনা করেছি। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আন্দোলনরত শিক্ষকরা জানান, ‘নিয়োগবিধি বাস্তবাায়নের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া নিয়মিত কার্যক্রমে ফেরা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের ক্ষতি যেন না হয়, সেটি আমরা বিবেচনায় রেখেই আন্দোলন করছি।’
অপরদিকে, শিক্ষক আন্দোলন আর পরীক্ষা এই দ্বৈত পরিস্থিতিতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available