• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ রাত ১১:৫৮:৩৯ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত-৩

২৫ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৭:০৪

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত-৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad

২৫ জানুয়ারি রোববার বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Ad
Ad

নিহতরা হলেন- রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম। তার মরদেহ ঘটনস্থলে রয়েছে। এছাড়া একজন নারী ও পুরুষের (৪০) মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- অজ্ঞাতনামা মেয়ে (৩), অজ্ঞাতনামা ছেলে বয়স (২), পুঠিয়ার আটভাগা এলাকার ময়নুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৩৫), সিংহপাড়ার মুশা মন্ডলের ছেলে মোজাম্মেল হক (৫০), পাবনার ঈশ্বরদী উপজেলার এরশাদ আলীর ছেলে রিফাত হোসেন (৩০), একই উপজেলার মোজাম্মেল হকের ছেলে রুহুল আমিন (৪০)। কর্তব্যরত চিকিৎসক সকলকেই মেডিকেলের ৮ নম্বর ও ৩১ নম্নর ওয়ার্ডে ভর্তি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মুখোমুখি ধাক্কা দিলে অটোরিকশা দুমড়ে মুচড়ে ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়। এসময় হাসপাতালে নেওয়ার পথে একজন পুরুষ ও একজন নারী মারা যায়। তবে প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত ছয়জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ দিকে এ ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, পুঠিয়া থেকে হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন আহত অবস্থায় এসেছেন। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এছাড়া নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

বিষয়টি নিয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ও পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিসিবির ‘সাকিব কার্ড’
বিসিবির ‘সাকিব কার্ড’
২৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৬:২৫








Follow Us