মামুন আহমেদ জয়: ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।

১৪ ডিসেম্বর রোববার সকালে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, ১৩ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে কালামপুর এলাকার মা ফল ভাণ্ডার দোকানের সামনে এ অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব-৪ এর একটি টিম গাড়িটি ধাওয়া করে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে পিকআপে গাঁজা বহনের কথা স্বীকার করে তারা। এরপর গাড়িটি তল্লাশি করে সাড়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার আক্কাস ওরফে শাকিল, বিজয়নগর থানার সাইদুল ইসলাম ওরফে সাইফুল, একই উপজেলার কাশিনগর এলাকার মো. তারামিয়া এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরব আলী শেখ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম জানান, রোববার সকালে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে তদন্ত চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available