• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৩:৫১ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার

২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪০:০৫

পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে তেল ও গ্যাসের উল্লেখযোগ্য নতুন মজুতের সন্ধান মিলেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল) খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নতুন খনির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।

Ad

২১ জানুয়ারি বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিশে ওজিডিসিএল জানায়, কোহাট জেলার বারাগজাই এলাকায় অবস্থিত অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স-০১ (স্ল্যান্ট)’ থেকে দৈনিক প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮ দশমিক ১৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমসিএফডি) প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের বরাতে জানানো হয়, সামানা সুক ও শিনাওয়ারি গঠনে পরিচালিত সফল কেসড হোল ড্রিল স্টেম টেস্ট-০৩–এর মাধ্যমে এই আবিষ্কার নিশ্চিত করা হয়।

ওজিডিসিএল জানায়, একই কূপে এক মাসের মধ্যে এটি তৃতীয় তেল-গ্যাস আবিষ্কার। চলতি মাসের শুরুতে ডাটা ফরমেশন থেকে একটি আবিষ্কারের কথা জানানো হয়েছিল। এর আগে গত মাসে প্রথম আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, এই আবিষ্কার দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়াতে সহায়ক হবে এবং চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি এতে দেশের হাইড্রোকার্বন মজুত এবং ওজিডিসিএলের যৌথ অংশীদারদের সম্পদও বৃদ্ধি পাবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক মাসের মধ্যে বারাগজাই কূপে হওয়া আবিষ্কারগুলো থেকে দৈনিক মোট প্রায় ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল যোগ হয়েছে, যা পাকিস্তানের বর্তমান দৈনিক দেশীয় তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

এর আগে গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে অনুসন্ধানের জন্য পাঁচটি তেল ও গ্যাস চুক্তি স্বাক্ষর করে। এসব প্রকল্পে অংশ নিচ্ছে মারি এনার্জিস, ওজিডিসিএল, পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড, ফাতিমা পেট্রোলিয়াম, গভর্নমেন্ট হোল্ডিংস লিমিটেড এবং তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও)।

এছাড়া গত নভেম্বরে পাকিস্তান সরকার ৪০টি অফশোর ব্লক নিলামে তোলে। এসব নিলামে চারটি কনসোর্টিয়ামের কাছ থেকে ২৩টি দরপত্র পাওয়া যায়। অনুসন্ধান পর্যায়ে এসব কনসোর্টিয়াম প্রায় ৮ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাণিজ্যিক উৎপাদন শুরু হলে সর্বোচ্চ ১০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us