• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:৫৯ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫১:৩৫

কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার যুক্তরাষ্ট্রে রফতানিকৃত সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Ad

স্থানীয় সময় ২৪ জানুয়ারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।’

Ad
Ad

পোস্টে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘গভর্নর’ বলে সম্বোধন করেন এবং কানাডাকে চীনা পণ্যের ‘ড্রপ-অফ পোর্ট’ হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন। তবে এই শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।

এর আগের দিন শুক্রবার কানাডার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেন ট্রাম্প। গাজা পুনর্গঠনের জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এ কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে গ্রিনল্যান্ডে প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের সঙ্গে কানাডার বাণিজ্যিক সম্পর্ক নিয়েও সমালোচনা করেন তিনি। এসব মন্তব্যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে।

সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভাঙন ধরার আশঙ্কার কথা বলেন। ট্রাম্পের নাম উল্লেখ না করলেও বক্তব্যে তার প্রতি ইঙ্গিত স্পষ্ট ছিল। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে। পাল্টা জবাবে কার্নি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে নয়, বরং তার নাগরিকদের কারণেই সমৃদ্ধ।

এরও আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মার্ক কার্নি। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা আসে। চুক্তির আওতায় চীনা বৈদ্যুতিক গাড়িতে কানাডার শুল্ক শিথিল করা এবং কানাডীয় কৃষিপণ্যে চীনের শুল্ক কমানোর কথা রয়েছে। তখন ট্রাম্প এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখেছিলেন। কার্নি বলেন, বিশ্ব বাস্তবতা বদলে গেছে এবং বর্তমানে চীনের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি স্থিতিশীল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
২৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০১:২৫





লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরির মেলা
লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরির মেলা
২৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৬:৫০


Follow Us