• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সকাল ১১:২৪:৪৩ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীর ওপর হামলা: মির্জা ফখরুল

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৮:১৪:০৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীর ওপর হামলা চালানো হচ্ছে। তাই এই দুস্কৃতিকারীদের কঠোর হাতে দমন করতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Ad

তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে দুস্কৃতিকারীদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

Ad
Ad

৫ নভেম্বর বুধবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নৈরাজ্যের ফায়দা লুটতে চাইছে। এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’

বিএনপি মহাসচিব হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
পাঁচ দাবিতে আট ইসলামি দলের পদযাত্রা আজ
৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫২:১১






Follow Us