• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৫:২৫:১২ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা দিতে চায় বিএনপি

১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:৪৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখার জোর প্রস্তুতি চলছে দলের পক্ষ থেকে। জানা গেছে, তারেক রহমানকে ‘নজিরবিহীন সংবর্ধনা’ দিতে চায় বিএনপি।

Ad

১৪ ডিসেম্বর রোববার দুপুরে এক আলোচনা সভায় তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন প্রস্তুতির কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad
Ad

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে ফিরে আসবেন। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণার বিষয়।

বিএনপি মহাসচিব আরও জানান, লন্ডন থেকে ঢাকায় ফিরলে তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পাননি।

এদিকে, বিএনপির দলীয় একাধিক সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। ওইদিন ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি। ধারণা করা হচ্ছে, তারেক রহমানকে স্বাগত জানাতে তার দেশে ফেরার দিনে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঢাকায় আসবেন।

তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পা রাখবেন বলে গত শুক্রবার রাতে ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
মুস্তাফিজ বেঙ্গালুরুতে, গুজরাটে সাকিব
১৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৩:২৮






সংবাদ ছবি
কালামপুরে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ৪
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০



সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪


Follow Us