নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে। কিন্তু সেটা আর হলো না। তার শূন্যস্থান এই জাতি কখনও পূরণ করতে পারবে না। তিনি সারাজীবন জনগণের জন্য, জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে।


মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ফোন করেছেন। সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন। এরপর সরকারের কর্মসূচির সাথে কোঅর্ডিনেট করা হবে। এছাড়া স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক হবে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। তবে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দলনেত্রী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available