• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:১২ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

মাইলস্টোন ট্র্যাজেডি

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন আহতদের পরিবার

২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৯:২১

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন আহতদের পরিবার

নিজস্ব প্রতিবেদক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে কথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Ad

২১ জানুয়ারি বুধবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনের সড়কে তারেক রহমান তাদের সঙ্গে কথা বলেন।

Ad
Ad

এ সময় তিনি হতাহত শিশুদের পরিবারের খোঁজখবর নেন। হতাহতদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এক আহত শিশুর মা বলেন, আমাদের আহত সন্তানদের চিকিৎসার জন্য ৫ লাখ আর শহীদ শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেয়া হয়েছে। একজন শহীদ শিশুর জীবনের মূল্য কি ২০ লাখ টাকা? অনেক শিশুদের অপারেশন করতে হচ্ছে। এখন বিমানবাহিনী সব সহায়তা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে আমাদেরকে বারবার যেতে হচ্ছে। ওখানেও আমরা নিগ্রহের শিকার হচ্ছি।

আরেক আহত শিশুর মা বলেন, আমার বাচ্চার বাবা নেই। মাইলস্টোনে বিমান হামলায় আহত হয়ে এখন ও হাঁটতে পারে না।

তারেক রহমান সবার কথা শোনার পর ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক বাবা বলেন, আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা স্মারকলিপিতে লিখে দিয়েছি। এত অল্প সময়ে উনাকে মুখে বলা সম্ভব হয় নাই। মূলত এখানে আমাদের চার পাঁচটা মূল দাবি ছিল। এক নাম্বার দাবি হলো বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ করা। আহত সন্তানদের আজীবন পুনর্বাসন এবং একটা হেলথ কার্ড করে দেয়া। যেটা সিএমএস থেকে আমাদের চাওয়া। স্মৃতি সংরক্ষণের জন্যে উত্তরাতে একটা মসজিদ বা মাদ্রাসার মতো কিছু একটা করা।

তিনি আরও বলেন, জয়নুল আবেদিন একটা রিট করেছিলেন, সেই রিটের বাস্তবায়নটা চাই আমরা। এই হচ্ছে আমাদের দাবি। আমরা এটা স্মারকলিপি তারেক রহমানকে দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন, আসলে এখন যে পরিস্থিতি তাতে উনার সময় বের করতে সমস্যা হচ্ছে। হয়তো শিগগিরই উনি আমাদেরকে ডাকবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২২






ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৬:০৭


তারেক রহমানের সঙ্গে দেখা করলেন আহতদের পরিবার
তারেক রহমানের সঙ্গে দেখা করলেন আহতদের পরিবার
২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৯:২১


Follow Us