কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ২৫ জানুয়ারি রোববার তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সফরকে ঘিরে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।


তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাদের মতে, এই সফর একদিকে দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
কুমিল্লা-৬ সদর আসনের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠে মঞ্চ নির্মাণ, যানবাহন পার্কিংসহ সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ফেনী হয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লার সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। কর্মসূচি শেষে তিনি নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরে যাবেন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম সফর শেষে ফেরার পথে ধারাবাহিকভাবে এই তিনটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান।
এদিকে দলীয় প্রধানের সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানকে সরাসরি দেখার এবং কাছ থেকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তারা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বরুড়া আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও উদ্দীপ্ত করবে। সফরটি সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available