• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ১০:০৪:২৭ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

সহিংসতার রাজনীতি বন্ধে দায়িত্ব নিতে হবে তারেক রহমানকে: আখতার হোসেন

২৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৬:৩৩

সহিংসতার রাজনীতি বন্ধে দায়িত্ব নিতে হবে তারেক রহমানকে: আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, গোটা বাংলাদেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে শাপলা কলি প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

আখতার হোসেন বলেন, ‘আমরা আর আগের মতো ফ্যাসিবাদের রাজনীতি কিংবা পেশিশক্তির রাজনীতিতে ফিরতে চাই না। নতুন বাংলাদেশের রাজনীতি হবে সহনশীলতা ও গণতন্ত্রের ভিত্তিতে।’

তিনি অভিযোগ করে বলেন, ২০১৮ সালের নোয়াখালীর সুবর্ণচরের ঘটনার মতো সহিংসতার পুনরাবৃত্তির দিকে বিএনপি এগোচ্ছে। নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারীকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল, সেই ধরনের ঘটনার ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে। বিএনপির কিছু নেতাকর্মী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নারীদের নিয়ে অশোভন মন্তব্য করছে—যা অত্যন্ত গর্হিত অপরাধ।

এ সময় তিনি বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের অতীতের সহিংস রাজনৈতিক ধারা অনুসরণ না করে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আলোকে সংযত ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া উচিত।

নিজ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, রংপুর-৪ আসনে বিএনপির জনপ্রিয়তা না থাকায় তারা এনসিপি, জামায়াত ও শাপলা কলি প্রতীকের সমর্থকদের ওপর হামলার পথ বেছে নিচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিশেষ করে পীরগাছার ইটাকুমারি মমিন বাজার এলাকায় এনসিপি, শাপলা কলি প্রতীকের সমর্থক ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আখতার হোসেন আরও বলেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা যে সাড়া পাচ্ছেন, তাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কাউনিয়া ও পীরগাছা আসনে শাপলা কলি প্রতীক বিপুল ব্যবধানে বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদী। ‘ইনশাল্লাহ, আমরা বড় ব্যবধানে জয়ী হব,’ বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমির আব্দুস সালাম সরকার, এনসিপি রংপুর জেলা যুগ্ম সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৮


Follow Us