• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ সকাল ০৭:৫০:৪২ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

টানা ৮ ম্যাচে জয় পেল আল নাসের

৯ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৬:৩২

টানা ৮ ম্যাচে জয় পেল আল নাসের

স্পোর্টস ডেস্ক: সৌদি লিগে চলতি মৌসুমে একের পর এক গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাশাপাশি টানা জয় পাচ্ছে তার ক্লাব আল নাসেরও।

Ad

৮ নভেম্বর শনিবার রাতে নিওমকে ৩-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আল নাসর।

Ad
Ad

ম্যাচের শুরু থেকেই আল নাসর ছিল ছন্দে। রোনালদো, জোয়াও ফেলিক্স ও সাদিও মানের সমন্বয়ে তৈরি আক্রমণভাগ বারবার হুমকি দেয় নিওমের রক্ষণে। তবে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে খুলে যায় গোলের খাতা।

৬৪ মিনিটে ফেলিক্স বক্সে ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এই গোলের মাধ্যমেই সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোল অবদানের মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। মাত্র ৮৫ ম্যাচে ৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট রোনালদোর। চলতি মৌসুমে এটি তার নবম গোল এবং ক্যারিয়ারের ৯৫৩তম।

ম্যাচে আল নাসরের বাকি দুটি গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্স। নিওমের হয়ে একমাত্র গোলটি আসে আহমেদ জাবেরের পা থেকে।

এই জয়ে ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন, আর ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নিওম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us