• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৪১:৩১ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

মোস্তাফিজের কাটার ঝলকে দুবাই ক্যাপিটালসের দাপুটে জয়

২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৫:৫০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাঁর বিধ্বংসী কাটার বোলিংয়ে গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।

Ad

২১ ডিসেম্বর রোববার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। ইনিংসের শুরুতে নতুন বলে কিছুটা খরুচে ছিলেন মোস্তাফিজ। প্রথম ওভারে তিনি দেন ১৩ রান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের চেনা রূপে ফেরেন ‘কাটার মাস্টার’।

Ad
Ad

ইনিংসের ১৪তম ওভারে বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। তখন গালফ জায়ান্টসের স্কোর ছিল ৩ উইকেটে ১১০ রান। ওই ওভারে মাত্র চার বলের ব্যবধানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। প্রথমে জেমস ভিন্সকে উইকেটকিপারের হাতে ক্যাচ করান। পরের বলগুলোতে অফ-কাটারে বোল্ড হয়ে যান আজমতউল্লাহ ওমরজাই এবং ব্যাটের কানায় বল লেগে বিদায় নেন শন ডিকসন।

হঠাৎ করেই ১১০ রানে ৩ উইকেট থেকে ১১৬ রানে ৬ উইকেট হয়ে যায় গালফ জায়ান্টসের স্কোর। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ১৫৬ রানে অলআউট হয় তারা।

মোস্তাফিজ ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। পরিসংখ্যানের বাইরেও তাঁর বোলিংয়ের প্রভাব ছিল স্পষ্ট। এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। চলতি আসরে সাত ম্যাচে তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৪, যা তাঁকে টুর্নামেন্টের অন্যতম সফল বোলারদের কাতারে রেখেছে।

১৫৭ রানের লক্ষ্য তাড়ায় দুবাই ক্যাপিটালস কোনো বড় বিপদে পড়েনি। ৬ উইকেট হাতে রেখে এবং ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে দলটি। এই ম্যাচে আবারও প্রমাণ হলো মোস্তাফিজুর রহমানের কাটার ঠিকঠাক পড়লে বিশ্বের যেকোনো ব্যাটিং লাইনআপ মুহূর্তেই ভেঙে পড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩৩

সংবাদ ছবি
গানম্যান পেলেন নাহিদ-হাসনাতসহ এনসিপির ৪ জন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৩


সংবাদ ছবি
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০



সংবাদ ছবি
দুর্ঘটনার শিকার ইমরান হাশমি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৪


Follow Us