স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)কে দুর্নীতিমুক্ত রাখতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ইন্টেগ্রিটি ইউনিট।

২১ ডিসেম্বর রোববার সিআইডি প্রধান সিবগত উল্লাহর সঙ্গে বৈঠকে বসেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল। আগামী ২৬ ডিসেম্বর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল শুরু হওয়ার কথা।


২০১২ সালে যাত্রা শুরুর পর থেকেই বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ নতুন নয়। অতীতে একাধিকবার এই লিগ বিতর্কে জড়িয়েছে। ২০১৩ সালের বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের দায়ে সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বিপিএলের দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আট বছরের জন্য নিষিদ্ধ করে, যার মধ্যে তিন বছর স্থগিত ছিল। ওই ঘটনার রেশ ধরে ২০১৪ সালের বিপিএল আসর স্থগিত করতেও বাধ্য হয় বিসিবি।
সাম্প্রতিক সময়ে বিপিএলের স্বচ্ছতা নিশ্চিত করতে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক গ্লোবাল ক্রিকেট অ্যান্টি-করাপশন ইউনিটের (এসিইউ) প্রধান অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেয়। পরে তাকে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের চেয়ারম্যান করা হয়।
গত বিপিএলে ওঠা ব্যাপক ফিক্সিং অভিযোগের পর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনের ভিত্তিতে নিলাম থেকে নয়জন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন মার্শাল। তিনি একাধিকবার জানিয়েছেন, বিপিএলকে দুর্নীতিমুক্ত রাখতে কোনো ধরনের আপস করা হবে না।
সিআইডি প্রধান সিবগত উল্লাহ জানান, ‘আমরা বিসিবির পুরো টিমের সঙ্গে বৈঠক করেছি। তাদের আইনি টিমও উপস্থিত ছিল। এটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সঙ্গে যুক্ত সিআইডি কর্মকর্তারাও এসব বিষয় নিয়ে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘কিছু আন্তর্জাতিক মানদণ্ড ও প্রোটোকল রয়েছে, যেগুলো আমরা অনুসরণ করছি। অ্যালেক্স মার্শাল আইসিসি থেকে এসেছেন, ফলে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা দেখছি কোথায় আমাদের ঘাটতি আছে, কোথায় ঝুঁকি রয়েছে এবং কোন জায়গাগুলো আরও শক্তিশালী করা দরকার। এসব চিহ্নিত করে একটি কার্যকর কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে।’
শেষে সিবগত উল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই ক্রিকেট যেন পবিত্র থাকে, কোনো কালো দাগ না লাগে। দেশের মানুষের আবেগ ও ভালোবাসার এই খেলাকে সুরক্ষিত রাখতেই সিআইডি ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available