• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:১৭:৩৫ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সামছুল আলম আকাশকে (২৭) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।গ্রেফতার আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানাগেছে।সে রাঙামাটি শহরের বনরূপাস্থ কাটা পাহাড় এলাকার বাসিন্দা।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান নিশ্চিত হয়ে ৫ নভেম্বর বুধবার রাতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা থেকে আকাশকে গ্রেফতার করেছে।  সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ তার সহপাঠীদের নিয়ে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি পলাতক নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করতেন।