• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:৫৯:৩৫ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালমনিরহাট সীমান্তে ভারতের ৬২ কিমি দখলের গুজব‌ ভিত্তিহীন

লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে একটি বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বিজিবির দাবি, বাংলাদেশের সার্বভৌম সীমান্তের প্রতিটি ইঞ্চি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত রক্ষায় প্রতিটি সদস্য দেশপ্রেম, দায়বদ্ধতা ও সর্বোচ্চ পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা কঠোরভাবে নিন্দা ও প্রতিবাদ জানায় বাহিনীটি।একইসাথে, যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকতে এবং অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান বিজিবির কর্মকর্তারা।