• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:৫৬:০৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা মামলায় গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আলোচিত তুহিন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার করা হয় আসামি শফিউল আলম মানিক (৪২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।২ নভেম্বর রোববার ভোর সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানাধীন শিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি শফিউল আলম মানিককে। তিনি মৃত হাজী আবুল খায়েরের ছেলে। মানিকের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের ২৬ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর দক্ষিণ পাড়ায়।গ্রেফতারের পর দুপুরে তাকে কুমিল্লার আমলী আদালত-২ এর ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মোলির আদালতে হাজির করা হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বিবরণ দেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।তদন্তের স্বার্থে পুলিশ এখনো জবানবন্দিতে উল্লিখিত তথ্য যাচাই-বাছাই করছে। পাশাপাশি, মানিকের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।