• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০৩:৫৪:৪৭ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

বেরোবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

১৫ জুলাই ২০২৪ রাত ০৮:২৭:৩৬

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: রাজাকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

Ad

১৫ জুলাই সোমবার  বিকেল ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় হয়ে নগরীর মর্ডান মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের সামনে দলীয় ব্যানারে ছাত্র সমাবেশে মিলিত হয়।

Ad
Ad

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার রাতে ক্যাম্পাসে ‘তুমি কে? আমি কে?, রাজাকার, রাজাকার’ স্লোগানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বেরোবি শাখা ছাত্রলীগ এই  বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করে।

বেরোবি শাখা ছাত্রলীগ ছাড়া এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয় রংপুর মহানগর, রংপুর জেলা ও কারমাইকেল কলেজ ছাত্রলীগ। এসময়  ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান করলে কোটা আন্দোলকারীদের সাথে একবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে৷ গতকাল রাতে কোটা সংস্কারের আন্দোলনের নামে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে, যা আমাদের ছাত্র সমাজকে ব্যথিত করেছে। আজ থেকে এই পবিত্র বাংলায় কেউ ‘রাজাকার রাজাকার’ স্লোগান দিলে তাদেরকে যোগ্য জবাব দিব।

বেরোবির ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্র বহাল রেখেছেন, তাহলে এখন কিসের এত আন্দোলন? বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভুল পথে ধাবিত করানো হচ্ছে। স্বাধীনতাবিরোধীরা তাদের আন্দোলনে ডুকে সরকারকে উৎখাত করার পায়তারা করছে, যা কোনো দিনই সফল হবে না বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us