• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:৫২:৫৩ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘাত, পাল্টাপাল্টি মামলা

১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৪:৪২

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘাত, পাল্টাপাল্টি মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার রাতে দায়ের করা এসব মামলায় বিএনপির পক্ষ থেকে ২১৭ জন এবং জামায়াতের পক্ষ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

Ad

১৮ জানুয়ারি রোববার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

পুলিশ জানায়, জামায়াতে ইসলামী বাংলাদেশের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের বটগাছতল এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এদিকে শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান লক্ষ্মীপুরের চারটি আসনের প্রার্থীদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি বিষয়ে এক অবহিতকরণ সভার আয়োজন করেন। সভায় চরশাহীর সংঘর্ষের বিষয়টি আলোচনায় আসে। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার মো. আবু তারেক সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘আমাদের নারী কর্মীদের একটি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। পরে তারা আমাদের পুরুষ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

অন্যদিকে, লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জামায়াতের লোকজন ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিল। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। উভয় পক্ষের মধ্যেই অপরাধমূলক আচরণ দেখা গেছে। আমি আহত নেতাকর্মীদের সঙ্গে হাসপাতালে ছিলাম। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও যথাযথ পদক্ষেপের দাবি জানাই।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, ‘চরশাহীর সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াত উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৪:২৭


সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল
সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল
১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৮:১৬


নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন
নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন
১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩২:৫৯






Follow Us